শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sumit | ০২ মার্চ ২০২৫ ২০ : ০৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুলের নবদ্বীপ শাখাটি গোটা এলাকায় নিজের ছাপ রেখেছে। সেখান থেকে প্রতি বছরই প্রচুর পডুয়া নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে। এখানেই রয়েছে প্রচুর সুযোগ যেখান থেকে পড়ুয়ারা এগিয়ে যাওয়ার দিশা পাবে।
সম্প্রতি নদিয়া জেলা আন্তঃ স্কুল দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল টেকনো ইন্ডিয়া স্কুল গ্রুপের পড়ুয়ারা। সেখান থেকে তাঁরা অসাধারণ সফলতা অর্জন করে। তৃতীয় স্থান দখল করে কেজি ইউ সেভেনের আয়ুষ ভাজন। তৃতীয় শ্রেণির আযুষি হালদার প্রথম স্থানটি দখল করেন। তৃতীয় শ্রেণির আরেক ছাত্র সূর্যশেখর আইচ পেয়েছে তৃতীয় স্থান। ষষ্ঠ শ্রেণির স্বর্ণাভ ঘোষ পেয়েছে চতুর্থ স্থান।
এখানেই শেষ নয়, ২০২৫ সালের স্বামীজি কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ শ্রেণির দিধীতি ঘোষ রূপো এবং ব্রোঞ্জ মেডেল জিতে সকলের মন কেড়ে নিয়েছে। সপ্তম শ্রেণির আরিয়ন ঘোষ বিদ্যার্থী বিজ্ঞান মন্থনে বিশেষ নজর কেড়েছে। অষ্টম শ্রেণির দিব্যজ্যোতি হালদার এবং শুভমিতা পণ্ডিত এরাজ্য থেকে ওয়ার্ল্ড ইউসডম গ্লোবাল চ্যালেঞ্জ অর্গানাইজেশনে যোগ্যতা অর্জন করেছে।
চতুর্থ শ্রেণির অর্ঘ্যদীপ সাহা অ্যাবাকাস স্টেট লেভেল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। তৃতীয় শ্রেণির আদ্রিজ দেবনাথ ২১ তম ইন্টারন্যাশনাল অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল অ্যারিথমেটিক কমপিটিশনে প্রথম রানার আপ হয়েছে। অন্যদিকে ইন্দো-নেপাল ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যালে লহমা দেবনাথ, আয়েন্দ্রী দেবনাথএবং অভিথি দেবনাথ অসাধারণ পারফরম্যান্স করেছেন।
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সপ্তপর্ণ সুর, স্নিগ্ধা বসাক এবং অরণি মন্ডল তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য সকলের নজর কেড়েছেন। নদিয়া জেলায় সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে উৎকর্ষ সম্মান পেয়েছে সকলের নাম উজ্জ্বল করেছে।
২০২৪ সালের মনসুন কাপ ওপেন ন্যাশনাল তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে ঔর্য্যশ্বিনী সাহা ব্রোঞ্জ পদক জিতেছেন। অ্যাবাকাস পরীক্ষায় অদ্রিজ দেবনাথ ৫ মিনিটে ৭৩ টি অঙ্ক করে সকলের মন কড়ে নিয়েছেন।
এছাড়া টিআইজি পাবলিক স্কুলের নবদ্বীপ শাখার উঠতি প্রতিভাবান নৃত্যশিল্পীরাও নিজেদের ছন্দে-তালে সকলকে মাতিয়ে দিয়েছেন। তাঁদের সঙ্গে যুক্ত রয়েছেন সংস্কৃত এবং এনএসএস যাদবপুর বিশ্ববিদ্যালয়। দুদিনের এই সংস্কৃতি অনুষ্ঠান, সেমিনার এবং প্রতিযোগিতায় প্রায় ৪০০ শিল্পী অংশগ্রহণ করেছিলেন। এদের সকলের পাশে থেকে সকলকে নতুন জীবনের দিশা দেখানোই টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রধান টার্গেট, সেটাই এই সংস্থা বছরের পর বছর ধরে করেছে চলেছেন।
পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। রাজ্যের বিভিন্ন প্রান্তেই রয়েছে তাঁদের শিক্ষাঙ্গণ। সেখান থেকে প্রতি বছরই বহু পড়ুয়া নিজেদের জীবনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁদেরকে সেই কাজে যোগ্য সহায়তা করেছে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধাররা।